সোমবার, জুলাই ২১

নাগেশ্বরীতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে তুলে ধরতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি। ফকিরের হাট বাজার থেকে শুরু হয়ে নেওয়াশী হাট, এগারোমাথা বাজার ও গাগলা বাজারে পর্যায়ক্রমে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান, সদস্য নুরুল আমিন সিদ্দিকী, মাহফুজার রহমান আপেল, জাহিদুল ইসলাম খান এবং জাহাঙ্গীর বাদশা টুটুলসহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় নেতৃবৃন্দ বলেন,
“দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের একমাত্র সমাধান হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা।”

গোলাম রসুল রাজা বলেন, “এই ৩১ দফা হলো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের সেতুবন্ধন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই দফাগুলোর বাস্তবায়ন জরুরি।”

শফিউল আলম শফি বলেন, “বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। এ থেকে মুক্তি পেতে হলে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”

মোজাম্মেল হক দুদু বলেন, “এই পথসভা ও লিফলেট বিতরণ কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি বিপ্লবের আহ্বান। দেশের প্রতিটি নাগরিককে এই ৩১ দফা বুঝতে হবে, জানতে হবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির এই শান্তিপূর্ণ প্রচার-প্রচারণা কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ। এ কার্যক্রম অব্যাহত থাকবে ইউনিয়ন থেকে ইউনিয়নে, ঘরে ঘরে।

লিফলেট বিতরণকালে বাজারগুলোতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যায়। অনেকে লিফলেট পড়ে নেতাকর্মীদের কাছে জানতে চান ৩১ দফার বিস্তারিত।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে ইউনিয়ন পর্যায়ে পথসভা ও গণসংযোগ কর্মসূচি গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *