
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
নাগেশ্বরী থানা পুলিশ জানায়, মাদক পাচারের একটি চালান নাগেশ্বরী হয়ে সীমান্ত এলাকায় যেতে পারে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালালে পলিথিন মোড়ানো অবস্থায় ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—মোঃ রফিকুল ইসলাম (৪৮) পিতা– মৃত বাদল মোল্লা,স্থায়ী ঠিকানা: গ্রাম– কামারহাটী (তেনাচুরা), উপজেলা– লালপুর, জেলা– নাটোর ও মোঃ সুরুজ আলী (৩১)পিতা– মৃত আজাহার আলী স্থায়ী ঠিকানা: গ্রাম– মিস্ত্রীপাড়া, উপজেলা– বাগাতিপাড়া, জেলা– নাটোর।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া নাগেশ্বরী থানার সিনিয়র এসআই অপুর্ব কুমার বর্মন। তিনি বলেন, “মামলার কার্যক্রম চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে।”
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকাকে ব্যবহার করে ইয়াবাসহ বিভিন্ন মাদক পরিবহন করে আসছিল কি না—সে বিষয়েও তদন্ত চলছে। উদ্ধারকৃত গাড়িটি থানায় জব্দ রাখা হয়েছে।
