
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস, বেরুবাড়ী ও কচাকাটা ইউনিয়নের দুধকুমার ও গঙ্গাধর নদের ভাঙনে অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন। পরিবারগুলো স্থায়ী পুনর্বাসন না পেয়ে আর ঘুরে দাঁড়াতে পারছে না। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলছেন, ভাঙন রোধে বরাদ্দ চেয়েছি আর বরাদ্দ পেলে পদক্ষেপ নেয়া হবে বলে জানান।
সরকারের সর্বশেষ তথ্যমতে, দরিদ্রতার শীর্ষে কুড়িগ্রাম জেলা আর দারিদ্র্যের হার ৭০দশমিক ৮ভাগ। একমাত্র কারণ নদী ভাঙন। প্রতিবছর নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে প্রায় পাঁচ হাজার পরিবার। অসময়ে দুধকুমার ও গঙ্গাধর নদের ভাঙনে বল্লভেরখাস, বেরুবাড়ী ও কচাকাটা ইউনিয়নের বলরামপুর ও রহমানেরকুটি, মধ্য ধনীরামপুর এলাকায় গত ১৫দিনে প্রায় ৫০টি পরিবার ভিটেমাটি ও আবাদী ফসল হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাঙন আতঙ্কে বলরামপুর, শিমুলতলা, ফান্দেরচর, রহমানেরকুটি, ধনীরামপুর প্রায় ১০হাজার পরিবার সহ স্কুল, মসজিদ, ঘরবাড়ি ও জমিজমা। জরুরিভাবে ভাঙন রোধ না হলে মানচিত্র থেকে হারিয়ে যাবে বল্লভেরখাস, বেরুবাড়ী ও কচাকাটা ইউনিয়ন। অসময়ে দুধকুমার ও গঙ্গাধর নদের ভাঙন রোধ সহ নদী শাসনের দাবি স্থানীয়দের।