
জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন গড়ার আহ্বান পুলিশ সুপারের
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
১৮ অক্টোবর (শনিবার) বিকেল ৩.০০ টায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউস ডে–২০২৫’।
“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে জনগণ ও পুলিশের পারস্পরিক আস্থা, যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি)।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাগেশ্বরী থানা মসজিদের খতিব মাওলানা মো. আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নিরাপদ সমাজ গড়া সম্ভব নয়। পুলিশ জনগণের বন্ধু—এই ধারণাকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করছি।”
তিনি উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক–শিক্ষার্থী ও স্থানীয় জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নাগরিক সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় পর্বে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন আপেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান এবং নাগেশ্বরী কারামতিয়া কওমী ও হাফিজিয়া মাদরাসার মুহতামীম মাওলানা আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “থানার দরজা জনগণের জন্য সবসময় খোলা। অভিযোগ, পরামর্শ কিংবা সহযোগিতা—সব ক্ষেত্রেই নাগেশ্বরী থানা জনগণের পাশে থাকবে।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, নাগেশ্বরী থানার এই ‘ওপেন হাউস ডে’ শুধু প্রশাসনিক অনুষ্ঠান নয়, বরং এটি হয়ে উঠেছে নাগরিক অংশগ্রহণ ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। পুলিশের উদ্যোগে নাগরিকদের সঙ্গে সরাসরি সংলাপ সমাজে আস্থা ফিরিয়ে আনছে—যা আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।
এছাড়াও বিভিন্ন বক্তাগণ বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক যত গভীর হবে, সামাজিক অপরাধ দমন ও শান্তি প্রতিষ্ঠা তত সহজ হবে। তারা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত করার পরামর্শ দেন।
