
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডায়াবেটিস দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে রবিবার (১৬ নভেম্বর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাংলাদেশের ডায়াবেটিস-এর বর্তমান অবস্থা, কারণ, লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার, লাইফ স্টাইল পরিবর্তনের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক, মানুষের জীবনের সঙ্গে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাবসমূহ বিষয়ে কথা বলেন বক্তারা। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানুর জামান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্টার আর রাফি তামজিদ, ব্রাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার হরিশচন্দ্র বর্মন, ব্রাক স্বাস্থ্য কর্মসূচির সংগঠক আমিনুর রহমান, নার্সিং সুপার ভাইজার সুলতানা তাসমিম, ফার্মাসিস্ট হাফিজুর রহমান, মনোবিজ্ঞানী তারেক, শাখা হিসাব কর্মকর্তা আতিয়ার রহমান প্রমুখ।
