বৃহস্পতিবার, জুলাই ৩

নাগেশ্বরীতে চর মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||

চরবাসীর দীর্ঘদিনের দাবি ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অনুষ্ঠিত হলো এক নাগরিক সংলাপ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা হলরুমে এই সংলাপের আয়োজন করে চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী উপজেলা শাখা।

নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন মোঃ গোলাম রসুল রাজা, আহ্বায়ক, চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী উপজেলা শাখা। সঞ্চালনায় ছিলেন এই কমিটির সদস্য সচিব মোঃ ওমর ফারুক।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু। তিনি বলেন, “চরাঞ্চল এখনো অবহেলিত। সুনির্দিষ্ট নীতিমালা, পর্যাপ্ত বরাদ্দ ও একটি স্বতন্ত্র চর মন্ত্রণালয় ছাড়া এই জনপদের উন্নয়ন সম্ভব নয়।”

জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক আরো বলেন, “চরের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও অবহেলায় জীবন কাটায়। উন্নয়নের নামে প্রকল্প হয়, কিন্তু টেকসই কিছু হয় না। আমরা চাই সাংবিধানিক স্বীকৃতি ও কেন্দ্রীয় পর্যায়ে চর উন্নয়ন মন্ত্রণালয় গঠন।”

আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন,আজিজুর রহমান দুলু, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক বিচারক, প্রকৌশলী বাসেত সরকার বিপ্লব, যুগ্ম আহ্বায়ক, চর উন্নয়ন কমিটি, কুড়িগ্রাম জেলা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মো: আবুল কাশেম সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান, নাগেশ্বরী আলহাজ্ব মোখলেছুর রহমান, সাবেক চেয়ারম্যান, বেরুবাড়ি ইউনিয়ন আলহাজ্ব সফিউল আলম শফি, চেয়ারম্যান, ভিতরবন্দ ইউনিয়ন,মো: গোলাম মোস্তফা, চেয়ারম্যান, নারায়ণপুর ইউনিয়ন।

বক্তারা বলেন, চরাঞ্চল নিয়ে অনেক কথা হলেও বাস্তবে কোনো মন্ত্রণালয়ের ছায়া নেই। একটি স্বতন্ত্র চর বিষয়ক মন্ত্রণালয় হলে চরের জন্য বিশেষ বাজেট, পুনর্বাসন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, নদীশাসন ও অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে।

সংলাপে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক সুধীজন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এখন সময় হয়েছে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয়ভাবে চরবাসীর অধিকার আদায়ে সোচ্চার হওয়ার। চর উন্নয়ন কমিটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা আশাবাদ প্রকাশ করেন যে, এই দাবির পক্ষে আগামী দিনে আরও জোরালো আন্দোলন গড়ে উঠবে।

অনুষ্ঠান শেষে ‘চর মন্ত্রণালয় চাই’—এই স্লোগানে মুখরিত হয় হলরুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *