
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
নাগেশ্বরীতে তিন দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহন করেন।
বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, নেওয়াশী কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ, খেলারভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজাহান আলী প্রমুখ।
এছাড়াও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানা, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মতিন ফারুকী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম রসুল রাজা প্রমুখ।
