
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদের সভাপিত্বে অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবনী নিয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির আহবায়ক ও মহিলা কলেজর সহকারী অধ্যাপক গোলাম রসূল রাজা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মান্নান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মওলানা রফিকুল ইসলাম, নাগেশ্বরী কওমী মাদ্রাসার মোহতামিম মুফতি আল্লামা মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা জনসাস্থ্য অফিসার ফিরজ কবীর, পল্লী উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম শফি, উপজেলা জামায়াতের নেতা আফজাল হোসেন, উপজেলা মহিলা বিষয়কের সহকারী অফিসার শাহীন আহমেদ, ইমাম রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও কওমি মাদ্রাসার মোহাদ্দিসরা আলোচনায় অংশ নেন।
