সোমবার, নভেম্বর ৩

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

||‎ মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভা, মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

‎দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায়  উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়। ‎

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহাম্মেদ।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন-  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপজেলা সাব অফিসার সাইফুর রহমান প্রমুখ।

‎এসব কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা ও এনজিও সদস্যরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *