সোমবার, আগস্ট ১৮

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারকে শাসরোধ করে হত্যা

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপনকে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। পরিবারের লোকজন জানায় শুক্রবার দিনগত রাত ১০টার পর থেকে নিখোজ ছিল, তাকে সারারাত ধরে খুজে পাওয়া যায়নি। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরের সময় নাগেশ্বরীর হলিকেয়ার ক্লিনিকের পিছনে লেকসিটির কচুরিপানার নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার সৎভাই আবু তালহাকে আটক করেছে। ধারণা করা হচ্ছে জমিজমার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *