শুক্রবার, মার্চ ১৪

নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

|| নিউজ ডেস্ক ||

ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন মাগুরার সেই নির্যাতিত শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যুর পর শোক জানিয়ে মির্জা ফখরুল এই দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা তার মতো এক শিশুর ওপর দিয়ে গিয়েছিল। আর কতটা ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে জগতের মায়া ছেড়ে আমাদের লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি তারা এই শোক কাটিয়ে উঠুন। পাশাপাশি এই নরপশুদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *