|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে চারদিনব্যাপী নববর্ষের প্রকাশনা উৎসব। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
উৎসবের মূল উদ্দেশ্য ইসলামী জ্ঞানচর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করা। আয়োজনে রয়েছে নববর্ষ উপলক্ষে প্রকাশিত বিভিন্ন বই, আইসিএস পাবলিকেশনের বিশেষ প্রকাশনা সামগ্রী, ইসলামী সাহিত্য এবং রকমারি শিক্ষামূলক উপকরণ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক মুখপাত্র জানান, “আমাদের এই উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে জ্ঞানার্জনের আগ্রহ সৃষ্টি করবে এবং ইসলামী সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখবে।”
উৎসবে অংশগ্রহণকারীরা বলেছেন, “এ ধরনের আয়োজন আমাদের নতুন বছরে জ্ঞানার্জনের প্রতি উৎসাহিত করে। এখানে ইসলামী সাহিত্য থেকে শুরু করে প্রয়োজনীয় নানা উপকরণ একসঙ্গে পাওয়া যাচ্ছে।”
এ উৎসবকে কেন্দ্র করে জ্ঞানপিপাসুদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।