শুক্রবার, অক্টোবর ১৭

লোহাগাড়ায় মাদরাসার নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||

চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া মালপুকিরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন অভিভাবক ও এলাকাবাসী।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এতে অভিভাবকসহ শতাধিক অভিভাবক ও এলাকাবাসি উপস্হিত ছিলেন।

মানববন্ধন শেষে আনিসুর রহমানের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আব্দুর রহিম মহিউদ্দিন, আবু সালেহ, হাফেজ জাফর, জিয়াবুল হক, মোহাম্মদ সেলিম, ইউসুফ আলী, আব্দুল গফুর প্রকাশ কালু, সাইফুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল কাদের ও শওকত আলী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী সিন্ডিকেট অভিভাবকদের জিম্মি করে এ মাদ্রাসাকে ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করেছিল। মাদ্রাসার সাবেক সুপার মাওলানা নুরুল হক ও মাদ্রাসা আহবায়ক কমিটির সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে এ মাদ্রাসাকে লুটেপুটে খেয়েছে। আর তাদের দূর্নীতির মূখোশ উম্মোচিত হবার ভয়েই তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে নানামাধ্যমে অপপ্রচারসহ ষড়যন্ত্র শুরু করেছে। আমরা অভিভাবকসহ এলাকাবাসি এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছি। যারা মাদ্রাসার টাকা আত্মসাৎ করে আখের গুছিয়েছেন তাদের মূখোশ এলাকাবাসিকে নিয়ে শীঘ্রই উম্মোচন করা হবে বলেও হুশিয়ারী দেন মানববন্ধনে বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *