
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিবেদক (মানিকগঞ্জ) ||
পাটুরিয়া লঞ্চ ঘাটের কাছেই নদীতে কাটার মেশিন ও ড্রেজার বসিয়ে বালু তোলার কারণেই দু’দফায় ভেঙ্গে পড়েছে লঞ্চে যাত্রী ওঠা-নামার জেটি ও পন্টুন। এ অবস্থা কয়েকদিন অতিবাহিত হলেও ঘাট ও পন্টুন এখনো ঠিক করেনি কর্তৃপক্ষ। লঞ্চ মালিকরা তাদের ব্যবসার সার্থে ঝুঁকির মধ্যে চালু রেখেছে লঞ্চ সার্ভিস। পন্টুন না থাকায় মাটির ঘাটে কাঠের সিঁড়ি দিয়েই যাত্রী ওঠা-নামা চলছে। এতে যাত্রী হয়রানিসহ জীবন নাশের শঙ্কা করছেন অনেকে। কাঠের সিঁড়ি ও মাটির ঘাটে পা পিচলে কোনো যাত্রী পদ্মায় পড়ে গেলেই ভেসে যাবে প্রবল স্রোতে। ঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।
তারা আরো জানিয়েছেন, যেখানে অস্থায়ী ঘাট করা হয়েছে, সেখানে প্রচণ্ড স্রোত ও পানির গভীরতা অনেক বেশি। নদীতে কাটার মেশিন ও ড্রেজার বসিয়ে বালু তোলার কারণেই সেখানে গভীরতা বেশি হয়েছে। পানির তীব্র স্রোত ও ঘুর্নিপাকে নদীর পাড় ধ্বসে যাচ্ছে। যার ফলে পাটুরিয়া ঘাট চরম হুমকির মধ্যে পড়েছে। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহন না করা হলে ঘাটটি বিলীনের শঙ্কা করেছেন অনেকে।