জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নতুন মন্ত্রিসভার সদস্যরা। আওয়ামী লীগ সর্বোচ্চ রেকর্ড পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠনের শপথ নেওয়ার পরদিন শুক্রবার (১২ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের চার দিন পর শেখ হাসিনা পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শেখ হাসিনা ও তার নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী এবং ১১ প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথের পরদিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমে ধানমন্ডিতে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও তারপর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী বীর শহিদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি লিখেছেন, ‘৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এ বিজয় জনগণের বিজয়। এ বিজয় গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে উঠবে ইনশাআল্লাহ। লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’
শ্রদ্ধা নিবেদনের পর নতুন সরকারের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মন্ত্রিপরিষদ বৈঠক করব, যার যার দপ্তরে কাজ করব। বিশেষ করে আমাদের ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট।’