বৃহস্পতিবার, নভেম্বর ২১

নজরুল চর্চায় বিশেষ সম্মাননা পেল “কবি নজরুল সাহিত্য মঞ্চ”

নজরুল চর্চায় অনবদ্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পেল “কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম)”। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৮তম মহাপ্রয়াণ দিবস স্মরণে আয়োজিত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কনসামকে এই সম্মাননা প্রদান করা হয়। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বেইলীরোডস্হ বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে দেশ নাট্যদল, ঢাকা ও বিদ্রোহী।

Konsam, kazi nazrul

অতিথিদের নিকট হতে এই বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন কনসাম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাড. মহিউদ্দীন আহমেদ (শাহীন) কনসাম ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, কনসাম নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ রফিকুল ইসলাম এবং ইঞ্জি. মাহমুদুল হাসান।

সম্মাননা স্মারক প্রদান করেন সর্বজনাব মাসয়ুদ মান্নান এনডিসি, সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং সভাপতি, নজরুল একাডেমি; মুহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত সচিব এবং সাবেক নির্বাহী পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট; মাসুদ আহমেদ, সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল; আতা উল্লাহ খান, চেয়ারম্যান, বিদ্রোহী The Nazrul Centre প্রমুখ। উৎসবের সহ-আয়োজক ছিল “কাঙ্ক্ষিত বাংলাদেশ” এবং “জাতীয় নারী সাহিত্য পরিষদ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *