
|| লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শেষ হয়েছে। জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব জানান, জেলায় মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং ৪১ জন প্রার্থী সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে তা দাখিল করেছেন। আসনভিত্তিক মনোনয়ন দাখিলকারী ও সংগ্রহকারীদের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:
নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার):
এই আসনে মোট ৮ জন মনোনয়ন সংগ্রহ করেছেন এবং ৮ জনই দাখিল করেছেন। প্রার্থীরা হলেন— মোহাঃ মাহবুবুল আলম (জামায়াত), মোঃ মোস্তাফিজুর রহমান (বিএনপি), মোঃ ছালেক চৌধুরী (বিএনপি), মোঃ সোহরাব হোসেন (স্বতন্ত্র), মোঃ নুরুল ইসলাম (বিএনপি), মোঃ আব্দুল হক শাহ্ (আইএবি), মোঃ আকবর আলী (জাপা) এবং মাহমুদুস সালেহীন (বিএনপি)।
নওগাঁ-২ (ধামইরহাট, পত্নীতলা):
এ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৮ জন এবং দাখিল করেছেন ৭ জন। দাখিলকারীরা হলেন— মোঃ খাজা নাজিবুল্লাহ চৌধুরী (বিএনপি), মোঃ এনামুল হক (জামায়াত), মোঃ সামসুজ্জোহা খাঁন (বিএনপি), মোঃ আব্দুর রহমান (খেলাফত মজলিস), মোঃ মতিবুল ইসলাম (এবি পার্টি), মোঃ বি.এস.এ হুমায়ুন কবীর (বাংলাদেশ খেলাফত মজলিস) এবং মোঃ দেলোয়ার হোসেন (আইএবি)। এনসিপি প্রার্থী মোঃ মাহফুজার রহমান চৌধুরী ফরম সংগ্রহ করলেও দাখিল করেননি।
নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী):
এ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৭ জন। দাখিলকারীরা হলেন— আব্দুল্লাহ আল মামুন সৈকত (বিএএফ), মোঃ মাহফুজুর রহমান (জামায়াত), নাসির বিন আছগর (আইএবি), মোঃ ফজলে হুদা (বিএনপি), পারভেজ আরেফিন সিদ্দিকি (বিএনপি), কালিপদ সরকার (বাসদ) এবং মোঃ সাদ্দাম হোসেন (স্বতন্ত্র)। বিএনপি ও জাপার ৩ জন প্রার্থী ফরম দাখিল করেননি।
নওগাঁ-৪ (মান্দা):
এ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং ৭ জন দাখিল করেছেন। প্রার্থীরা হলেন— একরামুল বারী টিপু (বিএনপি), মোঃ আব্দুর রাকিব (জামায়াত), সোহরাব হোসাইন (আইএবি), মোসাঃ আরফানা বেগম (স্বতন্ত্র), ডাঃ এস.এম ফজলুর রহমান (সিপিবি), মোঃ আলতাফ হোসেন (জাপা) এবং মোঃ আব্দুস সামাদ প্রামানিক (স্বতন্ত্র)। এনসিপি ও ১ জন স্বতন্ত্র প্রার্থী ফরম দাখিল করেননি।
নওগাঁ-৫ (নওগাঁ সদর):
এ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং ৭ জন দাখিল করেছেন। প্রার্থীরা হলেন— মোঃ জাহিদুল ইসলাম ধলু (বিএনপি), মোঃ নজমুল হক (বিএনপি), শফিকুল ইসলাম (সিপিবি), কাজী মোঃ আতিকুর রহমান (এবি পার্টি), আবু সাদাত মোঃ সায়েম (জামায়াত), মোঃ আনোয়ার হোসেন (জাপা) এবং মোঃ আব্দুর রহমান (আইএবি)। এনসিপি ও ২ জন স্বতন্ত্র প্রার্থী ফরম দাখিল করেননি।
নওগাঁ-৬ (আত্রাই, রাণীনগর):
এ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং ৫ জন দাখিল করেছেন। দাখিলকারীরা হলেন— আতিকুর রহমান রতন মোল্লা (স্বতন্ত্র), মোঃ খবিরুল (জামায়াত), মোঃ রফিকুল ইসলাম (আইএবি), শেখ মোঃ রেজাউল ইসলাম (বিএনপি) এবং আলমগীর কবির (স্বতন্ত্র)। ২ জন স্বতন্ত্র ও জাপার ১ জন প্রার্থী ফরম দাখিল করেননি।
