
|| নিজস্ব প্রতিবেদক ||
নওগাঁ জেলার রাণীনগর থানাধীন, কুজাইল দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আয়েশা খাতুন আর নেই!
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আয়েশা, রাণীনগরের কুজাইল গ্রামের মোঃ মিলনের মেয়ে।
জানা যায়, মেয়েটি প্রায় দীর্ঘ ৬ মাস যাবৎ অজ্ঞাত রোগে ভুগে আজ বুধবার (৯ জুলাই) সকাল ৮ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দারুল আরকাম মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি। দারুল আরকাম পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
বাংলাদেশ দারুল আরকাম মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বেলকুচি কেন্দ্রের প্রধান শিক্ষক মাওলানা মো. আল আমিন বলেন, আমাদের প্রিয় শিক্ষার্থী দীর্ঘদিন অজ্ঞান রোগে ভুগে মহান রবের ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করছে। আমরা এতে গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহ তার ভূলক্রটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের অধিকারী বানায়ে নিন এবং তার পিতা-মাতা সহ অভিভাবকদের সবরে জামিল দান করুন। আমিন।