
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, “দলের সকল বিভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ব্যক্তিগত ও দলগতভাবে আমার কাছে সকল সম্প্রদায়ের মানুষ সমান।”
আজ শনিবার বিকাল তিনটায় বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে যোগ্য প্রার্থীকে ধানের শীষে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুখ হোসেনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মোঃ মাসুদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আশিকুজ্জামান আশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, খায়রুল ইসলাম খান জনি, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ ওয়াহেদুজ্জামান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলে—মোঃ করিমুল ইসলাম, রেহেনা আফরোজ সুইটি, আবুল হোসেন তালুকদার, ব্রজেন ঢালী, বাহাদুর মুন্সী, এড. মিলন শীল, রুহুল মোমেন লিটন, রাশেদ কামাল, হায়দার আলী, ওলিয়ার রহমান, হাফিজুর রহমান হাফিজ, আবুল হোসেন মোল্যা, আরাফাত সেখ, দেবপ্রসাদ দেবু, পলাশ হালদার, আবুল হোসেন, মফিজুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম, আবু সুফিয়ান বাবু, মাহেনুর সেখ, আমির হোসেন সবুজ, সুমন খান, মাহাবুব আলম মিন্টু, মোঃ মামুন, মোজাফ্ফর হোসেন, শিহাব উদ্দিন মোড়ল, বোরহান উদ্দিন, জোবায়েরুল হক, নুর আলম ভূইয়া, শামসুল হক, আঃ সালাম, সেলিম মোল্যা, টুটুল গোলদার, আছু গোলদার, রবিউল ইসলাম, বাবুল, অশোক, পান্না, বাদল, হুমায়ুন মোল্লা, ডালিম প্রমুখ।
দোয়া মাহফিল শেষে সন্ধ্যায় আমীর এজাজ খান উপজেলার ফুলতলা নর নারায়ণ মঠে এক মতুয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
