বৃহস্পতিবার, মার্চ ১৩

ধর্ষক কেন বেঁচে থাকবে! মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রশ্ তমার

|| বিনোদন ডেস্ক ||

বাঁচানো গেল না টিকে। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশু। প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীসহ গোটা দেশবাসী শোকে মুহ্যমান। সেইসঙ্গে ক্ষুব্ধ ধর্ষকের ওপর। এমনবস্থায় ঢালিউড অভিনেত্রী তমা মীর্জার প্রশ্ন ধর্ষক কেন বেঁচে থাকবে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজের ফেসবুকে শিশুটির মৃত্যুসংবাদ শেয়ার দিয়ে তমা মির্জা লিখেছেন, শুনুন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে। আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়। রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না।

এরপর লেখেন, দশ-বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না। ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সাথে সাথে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন, কিন্তু বাঁচিয়ে রেখেন না। তার অনুসারীদের অনেকে তমার সঙ্গে সহমত পোষণ করেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *