শুক্রবার, এপ্রিল ৪

ভয়াবহ দাবানলে পুড়ছে দ. কোরিয়া, নিহত ২৪

|| আন্তর্জাতিক ডেস্ক ||

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় দাবানল হানা দিয়েছে। এতে কমপক্ষে ২৪ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। হাজার হাজার দমকলকর্মী এবং সেনা সদস্যরা দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন।

সপ্তাহান্তে এক ডজনেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় ২৭ হাজার মানুষকে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল-জাজিরা ও রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার বনবিভাগ জানিয়েছে, বুধবার (২৬ মার্চ) পর্যন্ত দেশব্যাপী কমপক্ষে পাঁচটি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন দমকলকর্মীরা।

কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ এ নিয়ন্ত্রণে না আসায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন সরকারি কর্মকর্তারা।

দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দাবানলে ২৪ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া এতে গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *