বুধবার, জুলাই ৩০

দেশে চলমান বিশৃঙ্খলার প্রতিবাদে লোহাগাড়া বিএনপির প্রতিবাদ সভা

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সারাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাজনৈতিক কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ’র চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিশানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরী পুত্র ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি নেতা এটিএম জাহেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জাহেদ চৌধুরী বলেন, জাতীয়তাবাদী পরিবারের সকল শ্রেণির নেতাকর্মী ও দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন মহল উঠেপড়ে লেগেছে, কোন অবস্থাতেই কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জিয়া প্রজন্ম দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বার আউলিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দিদার এলাহিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চলমান আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠান স্থল থেকে শুরু করে মহাসড়ক প্রদক্ষিণ করে গ্রান্ড মাশাবি চত্তরে মিলিত হয়।

শেষে চলাচলে অক্ষম হতদরিদ্র দুইজন অসহায়কে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *