
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশে চলমান আইন-শৃঙ্খলার চরম অবনতি রোধ এবং শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ঐক্য আন্দোলন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাদ আছর কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির সামনে জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষের জানমাল ও মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিশেষ করে জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের অদক্ষতারই বহিঃপ্রকাশ।
নেতৃবৃন্দ বলেন, দেশের যুবসমাজের অনুপ্রেরণা শহীদ ওসমান হাদীর নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতিকে মর্মাহত করেছে এবং সরকারের সাফল্যের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। একটি স্বাধীন রাষ্ট্রে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব হলেও বর্তমানে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করছে।
ইসলামী ঐক্য আন্দোলনের জেলা নায়েবে আমীর মাওলানা সাইফুল ইসলাম সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা আরও বলেন, প্রচলিত কাঠামোর মাধ্যমে দেশে শান্তি আনা সম্ভব নয়; মানুষের জানমালের পূর্ণাঙ্গ নিরাপত্তা কেবল ইসলামী অনুশাসনের মাধ্যমেই সম্ভব। অতীত ও বর্তমান সরকারগুলো ইসলামকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করায় কাঙ্ক্ষিত সফলতা অর্জনে ব্যর্থ হয়েছে। তাই দেশ ও সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমাত কায়েমের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লবের আহ্বান জানান তারা।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা কুষ্টিয়া শাখার সভাপতি মোহাম্মদ তাজমুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল আউয়াল হক্কানী, মাওলানা মো. শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল আলিমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে শহীদ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
