
|| মো. নুরুল হুদা ||
দেশের জন্য ভালোবাসা
জনতার হোক মিলন,
বিবাদ সব মিটে যাক
সম্প্রীতি সবার প্রয়োজন।
শীতের দিনে আগুন জ্বলে
পোহাতে লাগে মিলন,
বিবাদ দেখে আগুন আবার
জ্বালিয়ে দেয় সম্মিলন!
যুদ্ধের মাঠেও শান্তি থাকে
গড়ে উভয় পক্ষের সন্ধি,
শক্তির বড়াই করলে সেথায়
জোটে কপালে মৃত্যু কিংবা বন্দী।
গায়ে থাকলে রক্তের জোয়ার
হৃদয়ে জাগায় ঢেউ,
অকাতরে বিলিয়ে দিলে
খবর নেয় না কেউ।
শান্তি চাই শান্তি চাই
সদা আওয়াজ শুনি,
সম্প্রীতিতে শান্তি আসে
কয়জনে তা মানি?
দেশের জন্য ভালোবাসা
মানুষ কেন বাদ?
মিলেমিশে থাকলে সবার
আসে সুসংবাদ।
লেখক: কবি মো. নুরুল হুদা রচনাকাল: ৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রি.।