বৃহস্পতিবার, জানুয়ারি ৮

দেশরত্ন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় খুলনায় বিএনপির দোয়া মাহফিল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় বিএনপির উদ্যোগে দেশরত্ন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) আসর নামাজের পর এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি আগামীর রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। শফিকুল আলম মনা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন আমাদের দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে মহানগর বিএনপি, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশরত্ন বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *