শুক্রবার, নভেম্বর ১৪

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ১৩ নভেম্বর দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়ার পর, সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে শুরু হয়েছে বিশেষ অভিযান ও ধরপাকড়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ আজ শনিবার (১০ নভেম্বর) সকালে পৌর যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন যে, সকাল ১১টার দিকে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি পূর্বের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি হলো—
এফআইআর নং: ১৯, তারিখ: ২০ জুলাই ২০২৫
জিআর নং: ১৩৫, তারিখ: ২০ জুলাই ২০২৫
ধারা: সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/৯/১০/১২/১৩

ওসি আরও জানান, “আওয়ামী লীগের ঘোষিত আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতার আশঙ্কা রয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। পুরনো মামলায় পলাতক আসামিদেরও গ্রেফতারের আওতায় আনা হচ্ছে।”

উল্লেখ্য, ১৩ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে এবং বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *