|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||
কোন দলের সদস্য নেতা না হয়েও রাজনীতি না করেও কোন সংস্থা থেকে ট্রেনিং না নিয়েও দেশপ্রেম থাকলে আপনা আপনি দেশ সেবা করা যায়। বর্তমান ছাত্রসমাজ আমাদের মত দলকানা অন্ধদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
কয়েক বছর আগেও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে দেশের যেকোনো ট্রাফিকের সর্বোচ্চ পদক পাওয়া ব্যক্তির চাইতেও বেশি।
বর্তমানে ট্রাফিকের দায়িত্বরত আমার সন্তানরা আবারও সে দায়িত্ব পালন করে দেখিয়ে দিচ্ছে।
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যেখানে সরকারি একটি ঘরবাড়ি পরিষ্কার করার ক্ষেত্রে ব্যয় হয়, সেখানে তারা বিনা পয়সায় এত বড় সংসদ ভবনকে আয়নার মতো চকচক করে ফেলেছে।
বিদেশে বন্ধের সময় তিন মাস ছাত্ররা বিভিন্ন অফিস আদালত ইত্যাদিতে চাকরি করে থাকেন। আমাদের দেশে বিভিন্ন সেক্টরে এখন থেকে ছাত্রদেরকে পার্ট টাইমার হিসেবে কাজে লাগানো যেতে পারে ।
এতে দেশের কোটি টাকার কাজ লাখ টাকায় সু-সম্পন্ন হবে, ছাত্ররা তাদের নিজেদের ইনকামে লেখাপড়া করতে পারবে, দেশও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হতে পারবে।
লেখক: জ্যেষ্ঠ অধ্যাপক, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং সাবেক ডিন, থিওলজী অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।