
|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ও তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আজ শুক্রবার (১৫ আগস্ট) এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোক্কামেল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন ছানু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজরুল, পৌর বিএনপির সদস্য সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ মাষ্টার, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মাহাদি, পৌর যুবদলের সদস্য সচিব তানভির আহম্মেদ সুজন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম, কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আখিব এবং কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর দৃঢ় নেতৃত্ব অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।