বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে চলে তান্ডব। ভাংচুর, লুট, ডাকাতি-সহ দুর্বৃত্তদের দেয়া আগুলে পুড়ে যায় অনেকের বাড়িঘর, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, থানা ও সরকারী বিভিন্ন স্থাপনা। এ ধরনের বর্বর ধ্বংসযজ্ঞে আবর্জনাস্তূপে পরিণত হয় রাজধানীসহ দেশের শহরগুলোর রাস্তাঘাট। দেশজুড়ে এসকল ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এছাড়া যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন তারা। তাদের কাজে স্বস্তি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ।
শুক্র ও শনিবার এ সকল ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়াও নগরীর পানি নিষ্কাশনে ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন তারা।
জনগণের দুর্ভোগ মেটাতে এসকল কাজ জনপ্রতিনিধিদের করার কথা থাকলেও এখন এ অভিযান পরিচালনা করছেন এলাকাভিত্তিক ছাত্রসমাজ ও স্বেচ্ছাসেবীরা।