বৃহস্পতিবার, অক্টোবর ৯

দুর্যোগ ঝুঁকি হ্রাসে বেলকুচি সদর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি সদর ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বেলকুচি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA) এর অর্থায়নে এবং অক্সফাম-এর সহযোগিতায়, মানব মুক্তি সংস্থা (MMS) কর্তৃক বাস্তবায়নাধীন “Enhancing Disaster Resilience Capacity of the Monsoon Flood Affected Population of Sirajganj District in Bangladesh” প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

যমুনা নদী বেষ্টিত হওয়ায় সিরাজগঞ্জ জেলা প্রায়ই বন্যা ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। বন্যাপ্রবণ এলাকায় মানুষের জীবন ও জীবিকা রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার ও ইউনিয়ন পর্যায়ের কমিটিকে অধিকতর সক্রিয় করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কুদ্দুস। এছাড়াও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও মানব মুক্তি সংস্থার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বেলকুচি সদর ইউনিয়ন একটি প্রবল দুর্যোগপ্রবণ এলাকা। সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।”

তিনি মানব মুক্তি সংস্থাকে এমন সময়োপযোগী সভা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফয়সাল আহম্মেদ বলেন, “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারের স্থায়ী আদেশ, আইন ও নীতিমালা রয়েছে। এসব বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যকে সে অনুযায়ী সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *