
|| আব্দুল হামিদ সরকার ||
দু’টি পাখি একটি ডালে কিচিরমিচির করে,
সুখ দুঃখের সনে তারা স্বপ্ন নীড় গড়ে।
মেঘ বৃষ্টি ঝড়ের দিনে ভীষণ হাওয়ায় দোলে,
চুপটি করে থাকে তারা পড়ে যাবে বলে।
সকাল হলে ছুটে চলে আহারের খোঁজে,
পাখির ছানার আহাজারি রোজ কানে বাজে।
আহার খেয়ে, আহার নিয়ে ফিরে যখন বাসায়,
মা পাখিটা স্নেহরসে আহার তুলে খাওয়ায়।
পাখির ছানা গজায় পাখা মায়ের আদরে,
কলোবর করতো রোজ মধ্য দুপুরে ।
পাখি দু’টি থাকতো ডালে উঠানের গাছে,
সকাল সাঁঝে বসতো তারা মোর হৃদয়ের কাছে।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ১০ মার্চ, ২০২৫।