
|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||
এক বছরেরও বেশি সময় পর আজ পুনরায় খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল। এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গত বছরের ২২ এপ্রিল থেকে বন্ধ রয়েছে এটি।
আজ সোমবার (৫ মে) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস. এম জাকারিয়া।
তিনি বলেন, আজ সোমবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এটি পুনরায় উদ্বোধন করবেন। আজ রাতে শিক্ষকদের জন্য খোলা থাকবে। কাল মঙ্গলবার থেকে সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য সুইমিংপুল খোলা থাকবে।
গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী সোয়াদ হক মৃত্যুবরণ করেন। যদিও তার মৃত্যুর কারণ এখনো উদ্ঘাটন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে সুইমিংপুল। গত ২২ এপ্রিল এটি সংস্কার এবং পুনরায় চালুর দাবি জানিয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাবি শাখা।আর সেই দাবির যৌক্তিকতা ধরেই সুইমিংপুল পুনরায় খোলার সকল আনুষ্ঠানিকতা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।