শনিবার, জুলাই ২৬

দিঘীনালার বোয়ালখালী বাজারে আগুনে ভস্মীভূত ১৬ দোকান

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||

খাগড়াছড়ি জেলার দীঘিনালা বোয়ালখালী বাজারে মাত্র ১৯ দিনের ব্যবধানে ফের ভয়াবহ অগ্নিকান্ড। এতে করে ১৬ টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বোয়ালখালি নতুন বাজারে এই ঘটনা ঘটে। জেলা সদর ও দীঘিনালা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে একটি দোকান থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে হোটেল, মুদি দোকান, কুলিং কর্নার ও কাঠের দোকানসহ প্রায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকের হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। তদন্তের পর আগুন লাগার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *