
|| নিজস্ব প্রতিবেদক ||
কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ও মনোরম পরিবেশে পরিচালিত দারুন নাজাত মডেল মাদরাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা শহরের আলফা মোড়স্থ মাদ্রাসা ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরীক্ষায় ভালো ফলাফলধারীদের পুরস্কৃত করা হয়। মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।