শুক্রবার, ডিসেম্বর ৫

দায়িত্ব পেলে জামায়াত একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে: মাওলানা আজাদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। তার দাবি, জবাবদিহিতা নিশ্চিত হলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্য দূর হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। হরিদাসকাটি ফুটবল মাঠ, মোড়লপাড়া, ঋষিপাড়া ও ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা শোনেন।

মাওলানা আজাদ বলেন, জনগণের কল্যাণ, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন এবং অবকাঠামো সমৃদ্ধ একটি নিরাপদ এলাকা গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

গণসংযোগ কর্মসূচিতে খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় দলটির পক্ষ থেকে ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘সংসদের উভয় কক্ষের নির্বাচনে পিআর পদ্ধতি’, ‘সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড’, ‘দুর্নীতি ও নির্যাতনের বিচার নিশ্চিতকরণ’ এবং ‘১৪ দলসহ জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধকরণ’—এই ৫ দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়। মাওলানা আজাদের বক্তব্যে তুলে ধরা হয়, এসব দাবির বাস্তবায়নই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পূর্বশর্ত বলে তারা মনে করেন।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পাশাপাশি তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার থেকে জাতি একটি নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে।
গণসংযোগ শেষে তিনি খুলনা-৬ আসনের ভোটারদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *