রবিবার, জুলাই ২৭

দাবি আদায়ে তিনদিনের সময় বেঁধে দিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা

|| নিউজ ডেস্ক ||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ তিন দফা দাবি আদায়ে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজের প্রধান গেটের সামনে এক সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম মুখপাত্র আব্দুর রহমান।

তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। বৃহস্পতিবার আমরা সব ক্যম্পাসে গণসংযোগ করবো। সবার সঙ্গে আলোচনা করবো। শনিবারের মধ্যে আমাদের সমস্যা সমাধান না হলে আরেকবার সংবাদ সম্মেলন করে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করবো।’

এর আগে, জনভোগান্তি চিন্তা করে সড়ক ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোস্তফা হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের দাবি আদায়ে অনড়। কিন্তু আমাদের সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। জনভোগান্তির কথা চিন্তা করে আমরা সড়ক ছেড়ে দিয়েছি। আমরা ফের তিন দিনের সময় দিয়েছি। এর মধ্যে যদি কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করে তাহলে কঠোর হবো।’

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় কয়েকশ’ শিক্ষার্থীকে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভ শেষে সেখানেই অবস্থান নেন তারা। সকাল ১০টার দিকে সাত কলেজের বিভিন্ন কলেজ থেকে ঢাকা কলেজে জড়ো হন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *