
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার পাইকগাছায় দলীয় লাঞ্ছনা ও প্রতিপক্ষের মারধরের ক্ষোভ-অপমান সইতে না পেরে বিএনপির এক নেতা আত্মহত্যা করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোশারফ হোসেন (৪৪) পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি। সম্প্রতি পৌর বিএনপির কাউন্সিলে পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় তিনি হতাশায় ভুগছিলেন।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে সাধারণ সম্পাদক পদে সমর্থিত প্রার্থী সেলিম রেজা লাকী হেরে যান। ফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সমর্থকরা মোশারফকে গালাগালি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি পরদিন ভোরে কীটনাশক পান করেন। প্রথমে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে খুলনায় আনা হলে শনিবার বিকেলে তিনি মারা যান।
মোশারফের বন্ধু সাইফুদ্দিন সুমন জানান, দলকে তিনি খুব ভালোবাসতেন। তবে আবেগপ্রবণ স্বভাবের কারণে অপমান সহ্য করতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদরিসুর রহমান বলেন, ঘটনাটি আত্মহত্যা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।