
|| স্পোর্টস ডেস্ক ||
লাহোর ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে রান উৎসবে মেতেছিল ব্যাটিং লাইনআপ শক্তিশালী নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ফর্মেও থাকা দু’দল রান উৎসব করলেও পারেনি দক্ষিণ আফ্রিকা। ৫০ রানের হারে বিদায় নিয়েছে তারা। নিউজিল্যান্ড উঠে গেছে ফাইনালে।
বুধবার (৫ মার্চ) টস জিতে শুরুতে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ৩৬২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে প্রোটিয়াদের শুরু খুব খারাপ হয়নি। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় ৯ উইকেটে ৩১২ রানে থেমেছে তারা। আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।