সোমবার, ডিসেম্বর ২৯

থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজশাহীতে আরএমপির বিশেষ নিষেধাজ্ঞা জারি

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীর সার্বিক নিরাপত্তা জোরদার করতে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনস্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে।

আরএমপি কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশনা প্রদান করেন। ঘোষণায় জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষের শুরু উপলক্ষে নির্ধারিত সময়জুড়ে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে।

নির্দেশনা অনুযায়ী, কোনো ধরনের পূর্বানুমতি ছাড়া রাজশাহী মহানগরীর রাস্তাঘাট, উন্মুক্ত স্থান, পার্ক কিংবা ভবনের ছাদে অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ-গান, সাংস্কৃতিক আয়োজন, বাদ্যযন্ত্র ব্যবহার, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

এছাড়া জননিরাপত্তা ও অগ্নিঝুঁকি বিবেচনায় থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নগরীর সর্বত্র আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকায় অবস্থিত সকল বার ও মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে দেশি ও বিদেশি মদ, অ্যালকোহল, স্পিরিট, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ নিষিদ্ধ থাকবে।

তবে নির্দেশনায় বলা হয়েছে, আবাসিক হোটেলগুলো নিজস্ব ব্যবস্থাপনায় সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সব নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত রাজশাহী মহানগরের আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাগমস্থল ও উৎসব এলাকায় লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রসহ তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি এবং যেকোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে।

এ সময় উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন গান-বাজনা চালানো যাবে না। জয়রাইড, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো, প্রকাশ্যে মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানি বা ইভটিজিংয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরএমপি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জারি করা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে উদযাপিত হয়—সে লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *