মঙ্গলবার, ডিসেম্বর ৩০

ত্রয়োদশ সংসদ নির্বাচন: খুলনার ছয় আসনে মনোনয়ন জমা পড়েছে ৪৬টি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলকে ঘিরে ছিল ব্যস্ততা ও উৎসবের আমেজ। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৬ জন সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, আঞ্চলিক নির্বাচন অফিস এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র গ্রহণ করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।

আসনভিত্তিক তথ্য অনুযায়ী, খুলনা-১ আসনে সর্বোচ্চ ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া খুলনা-২ আসনে ৪ জন, খুলনা-৩ আসনে ১২ জন, খুলনা-৪ আসনে ৫ জন, খুলনা-৫ আসনে ৬ জন এবং খুলনা-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খুলনার ছয়টি আসনে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি।

আসনভিত্তিক সংক্ষিপ্ত চিত্র

খুলনা-১ আসন
এ আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও মনোনয়ন গ্রহণ করা হয়।

খুলনা-২ আসন
এখানে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

খুলনা-৩ আসন
বিএনপি, জামায়াত, বাসদ, এনডিএম, জাতীয় পার্টি, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১২ জন এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

খুলনা-৪ আসন
এই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচটি মনোনয়নপত্র জমা পড়েছে।

খুলনা-৫ আসন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিএনপি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি ও খেলাফত মজলিসের প্রার্থীরা এ আসনে মনোনয়ন দাখিল করেছেন। মোট প্রার্থী ছয়জন।

খুলনা-৬ আসন (পাইকগাছা–কয়রা)
এই আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ ছয়জন মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসকের কার্যালয় ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলাদাভাবে মনোনয়ন গ্রহণ করা হয়।

খুলনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার জানান, আজ (৩০ ডিসেম্বর) থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হবে। যাচাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *