শুক্রবার, অক্টোবর ১০

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু ২০২৬ সালে: উপদেষ্টা রিজওয়ানা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলায় পাঞ্জরভাঙ্গা এলাকায় তিস্তা নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা একটি বৃহৎ ও দীর্ঘমেয়াদি প্রকল্প। বিগত সরকার নদীপাড়ের মানুষের

মতামতকে গুরুত্ব না দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। বর্তমান সরকার নদীপাড়ের মানুষের মতামতে এবং চীনের সঙ্গে পরামর্শ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’

উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে যেন তিস্তাপাড়ের মানুষ আর ভাঙনের শিকার না হয়, সেদিকে লক্ষ রেখেই তিস্তা পরিকল্পনার কাজ চলছে। সেই সঙ্গে নদীভাঙন রোধে কাজ করছে সরকার।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ইসলাম, রংপুর পাউবোর প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, ইউএনও মহিদুল হক, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *