বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার করল পিবিআই মানিকগঞ্জ জেলা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ পিবিআইয়ের দীর্ঘ তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে উদ্ধার হলো সাড়ে তিন বছর আগে চুরি হওয়া একটি হায়েস মাইক্রোবাস।

পিবিআই ইনস্পেক্টর সুখেন্দু বসুর নেতৃত্বে চৌকস টিম রবিবার পাবনার সাথিয়া পৌর এলাকার ইছামতি নদীর পাড় থেকে গাড়িটি উদ্ধার করে।

২০২২ সালে ড্রাইভার মালিক সেজে গাড়িটি চুরি করে কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাতবার হাতবদল করেন। টানা ১১ মাস অনুসন্ধানের পর পিবিআই গাড়িটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

প্রবাসফেরত মালিক মেহেদী হাসান মিঠুর একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই গাড়ি। গাড়ি ফিরে পাওয়ায় তিনি পিবিআইকে আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *