শুক্রবার, আগস্ট ১

তিন আরব দেশের প্রবাসীদের যে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

|| নিউজ ডেস্ক ||

সৌদি আরবে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করা প্রবাসী কল্যাণ ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এই সফরে সৌদি, ওমান ও কাতার প্রবাসীদের জন্য ভালো কিছু খবর রয়েছে। উপদেষ্টা দেশগুলোর মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর এমন কথা বলেন।

গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের উদ্দেশ্য শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া।

তিন আরব দেশের প্রবাসীদের যে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন আসিফ নজরুল।

ফেসুবক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি। সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের সঙ্গে বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক হয়েছে।’

তিনি লেখেন, ‘সৌদি আরব সেখানে আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায়-দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে।’

ওমান প্রসঙ্গে উপদেষ্টা লেখেন, ‘ওমান সেখানকার সব বাংলাদেশির থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নেবে বলেছে।’ কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে বলে ওই পোস্টে উল্লেখ করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা।

আসিফ নজরুল আরও লেখেন, ‘এখনো পর্যন্ত সব প্রতিশ্রুতিই। তবে সেগুলো আন্তরিক বলে মনে হয়েছে। আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয়, তা নিয়ে ফলো-আপ করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *