শনিবার, জুলাই ২৬

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

|| নিউজ ডেস্ক ||

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর নিত্যনতুন দাবি নিয়ে রাজপথে নামছেন নানা শ্রেণি-পেশার মানুষ। প্রতিনিয়ত বিচিত্র দাবি নিয়ে সড়ক আটকে দুর্ভোগে ফেলা হচ্ছে নগরবাসীকে। গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় চেয়ে বিক্ষোভ করেছেন। এবার মহাখালীতে অবস্থিত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে মহাখালীতে রাস্তা আটকে বিক্ষোভ করেছেন কলেজটির বেশকিছু শিক্ষার্থী। ঘণ্টাখানেক ধরে চলা বিক্ষোভের সময় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় এই পথে চলাচল করা সাধারণ মানুষকে।

বেলা ১টার দিকে ডিএমপির ট্রাফিক বিভাগের গুলশান জোনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের ছাত্র-ছাত্রীগণ আমতলীতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। শিক্ষার্থীরা আমতলী ফ্লাইওভারের নিচে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন।

ট্রাফিক বিভাগ আরও জানায়, বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষোভ শুরু হলে রাস্তার দুই দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে দুপুর পৌনে দুইটার দিকে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তিতুমীর কলেজের ছাত্রদের আমতলীতে সড়ক অবরোধ করে আন্দোলন এইমাত্র শেষ হয়েছে। ছাত্রছাত্রীরা সড়ক থেকে সরে যাওয়ায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *