শনিবার, জুলাই ২৬

তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে সাজঘরে ফিরলো আরো ২ ভারতীয় ব্যাটার

২৪ রানের মধ্যে ভারতের ২ উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। দিনের তৃতীয় ওভারে রবীন্দ্র জাদেজাকে আউট করেছিলেন টাইগার পেসার। এবার আকাশ দিপকেও সাজঘরের পথ দেখালেন তিনি। ৩০ বলে ১৭ রান করেন ভারতীয় ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯০ ওভারের খেলা শেষে ৮ উইকেটে ৩৭২ রান। রবীন্দ্রচন্দন অশ্বিন ১১৩ আর জাসপ্রিত বুমরাহ অপরাজিত আছেন ৪ রানে।

আজ শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ৪ রান যোগ করতেই উইকেট হারালো ভারত। দিনের শুরুতেই বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ। গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। সেঞ্চুরির দিকে হাঁটতে থাকা জাদেজা ১২৪ বলে ৮৬ রান করে ফেরত যান প্যাভিলিয়নে।

এর আগে প্রথম দিন ১৪৪ রানে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে জাদেজা আর অশ্বিনের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্বস্তিতে দিন শেষ করে টাইগাররা। অশ্বিন হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরি। প্রথম দিনে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *