শনিবার, ডিসেম্বর ২৭

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জনগণের প্রত্যাশা

|| ডা. আনোয়ার সাদাত ||

দীর্ঘ সতের বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন। সতেরো বছর নির্বাসিত জীবন কাটান। ১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর রাজনৈতিক কারনে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে যান
এবং দীর্ঘ সতের বছর সেখানে অবস্থান করেন এবং নির্বাসিত জীবন কাটান।

এখন তার প্রত্যাবর্তন সম্ভব হয়েছে, হাজারো শহীদের রক্ত, অসংখ্য আহতের ত্যাগ এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট নতুন রাজনৈতিক বাস্তবতার কারণে। এই বাস্তবতা জনগণের স্বতঃস্ফূর্ত আজাদী লড়াইয়ের মাধ্যমে প্রাপ্ত বাস্তবতা।

নতুন রাজনৈতিক অবস্থায় সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সুস্থ রাজনৈতিক চর্চার সংস্কৃতি গড়ে তোলা সবার প্রচেষ্টা হওয়া উচিৎ।

দেশের রাজনীতিসহ সকল ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় সাধারণ মানুষ দেশের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে দুঃচিন্তাগ্রস্থ। এ ক্ষেত্রে রাজনীতিবীদদের দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে সঠিক ও কল্যাণকর কর্মপন্থা প্রণয়ন ও বাস্তবায়ন এই অবস্থার উত্তরণ ঘটাতে পারে।

প্রতিহিংসা ও শুধুমাত্র ক্ষমতার রাজনীতি পরিহার করা জরুরি।
চব্বিশে ছাত্র জনতা যে লক্ষ্য উদ্দেশ্যে জীবন দিলেন এত ত্যাগ স্বীকার করলেন, তা বাস্তবায়নের দিকে লক্ষ্য রেখে জনাব তারেক রহমান যেন কর্মপন্থা প্রণয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহন করেন সাধারণ জনগণ তাই প্রত্যাশা করে।

লেখক: ইসলামিক স্কলার, সাংবাদিক ও চিকিৎসক (খুলনা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *