
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে নগরজুড়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে তার রাজশাহীতে আগমন উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এক বৃহৎ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভা সফল করতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।
জনসভাস্থলে একটি সুপরিসর ও নিরাপদ মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি মাঠের চারপাশে শৃঙ্খলা রক্ষা, দর্শক বসার ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার নির্ধারিত পথ এবং জরুরি সেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আয়োজক কমিটি জানিয়েছে, জনসভায় অংশগ্রহণকারী সবাই যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কর্মসূচিতে অংশ নিতে পারেন, সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিয়মিতভাবে জনসভাস্থল পরিদর্শন করছেন। তারা প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।
দলীয় নেতারা জানান, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন। এর আগে প্রায় ৯ বছর আগে রাজশাহীতে সর্বশেষ রাজনৈতিক ভাষণ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফলে এই জনসভা বিএনপির নেতাকর্মীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
নেতাকর্মীদের মতে, অতীতে বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নানা প্রতিবন্ধকতা ও চাপের মুখে পড়তে হয়েছে। সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার জনসভা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আয়োজক কমিটির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবকরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
আয়োজকরা আরও জানান, জনসভায় আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মেডিকেল টিম, অস্থায়ী চিকিৎসা সেবা কেন্দ্র এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এদিকে, তারেক রহমানের রাজশাহীতে আগমনের সময়সূচি, জনসভার প্রস্তুতি, নির্বাচনী প্রচারণা এবং রাজশাহী মহানগরীর সার্বিক প্রস্তুতি নিয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। জনসভা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে দলের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আশাবাদ ব্যক্ত করেন, রাজশাহীর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জনসভা একটি স্মরণীয় রাজনৈতিক সমাবেশে রূপ নেবে।
