
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষে স্বদেশে প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫-২০২৬ কেন্দ্রীয় মজলিসে শুরার দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা মামুনুল হক বলেন, জাতীয় এই সংকটময় মুহূর্তে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা এবং পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য অত্যন্ত জরুরি। তবে তারেক রহমানের এই প্রত্যাবর্তনের ইতিবাচক প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে, তা নির্ভর করবে ভবিষ্যতে জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশা পূরণে তিনি কী ধরনের রাজনৈতিক অবস্থান নেন তার ওপর।
অধিবেশনে তিনি আরও বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্রক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, উভয় পক্ষকেই শত্রু ও মিত্র চেনার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো কারণে ফ্যাসিবাদী শক্তিকে চিহ্নিত করতে ভুল করলে জাতিকে ভবিষ্যতে তার চড়া মূল্য দিতে হতে পারে। বক্তব্যে তিনি জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির কথা স্মরণ করে বলেন, কায়েমি স্বার্থবাদী শক্তির বিরুদ্ধে তার আপসহীন সংগ্রাম জনতার চেতনায় চিরভাস্বর হয়ে থাকবে। মাওলানা মামুনুল হক সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে অতীতে মাহমুদুর রহমান ও আবুল আসাদের ওপর হওয়া নির্যাতনের নিন্দা জানান এবং ভবিষ্যতে কোনো নির্দোষ ব্যক্তি যাতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, সেদিকে সজাগ থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সঞ্চালনায় এই অধিবেশনে দলের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা ইসমাইল নূরপুরীসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
