|| স্টাফ রিপোর্টার ||
ভোলার তজুমদ্দিনে তাঁস দিয়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে সাতজনকে
আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৫,৩৬৫/- টাকা ও আলামত হিসেবে সর্বমোট ২৬৩ খানা তাস জব্দ করা হয়। আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।
ওসি মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ২২:৩০ ঘটিকায় এসআই শেখ শাহীদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ সাকিনের ০৯নং ওয়ার্ডে মোঃ সোহাগ (২৬) এর চায়ের দোকানের সামনে বেড়িবাঁধে তাস খেলারত অবস্থায় সাতজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, মোঃ সোহাগ (২৬) মোঃ শরিফ (৩৫) মোঃ ফরহাদ (২৬), মোতাহার (৪০) নুর উদ্দিন (৩২) ৬. নুর ইসলাম (৪০) ৭. মোঃ দুলাল (২৪)। মামলা রজু করে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।