রবিবার, আগস্ট ২৪

তজুমদ্দিনে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের বিজয় মিছিল জনসমুদ্রে পরিণত

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||

ভোলার তজুমদ্দিনে উপজেলা বিএনপির ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের বিজয় মিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সাংসদ মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশনায় তজুমদ্দিন উপজেলা বিএনপি এই বিজয় মিছিলের আয়োজন করে।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা মিন্টুর নেতৃত্বে বিজয় মিছিলটি বিএনপির কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে থানার মোড়, উপজেলা প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে পরিণত হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, গোলাম সরোয়ার আলম, শাহাদাত হোসেন পাটোয়ারী, চাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন জুলফিকার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কামরুজ্জামান ঝান্টু, সোনাপুর বিএনপি সভাপতি জাকির হোসেন মনু, চাচড়া বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।

এছাড়াও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ  মিছিলে অংশগ্রহণ করেন।

বক্তরা বলেন, বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল মিলে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে গত বছরের এই দিনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জাতি মুক্তি পেয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীরা বেশী ভূমিকা রেখেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী, দিনমজুর, কৃষক, রিকশাচালকসহ সব শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।

বক্তারা আরো বলেন, তারেক রহমানের নিদর্শনায় এই আন্দোলন এক দফায় রূপ নিলে আওয়ামী সরকারের পতন হয়ে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বৈরাচারের নির্দেশে যারা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, তাদের স্মৃতি আমরা আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *